চুয়াডাঙ্গার ভালাইপুরে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে।বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী।
মামলায় সদর উপজেলার হুচুকপাড়ার আলা উদ্দিনের ছেলে আকাশ আলীকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, মঙ্গলবার রাতে ভালাইপুরে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় মামলা হয়েছে। এর আগে সকালে ওই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন-সদর উপজেলার হুচুকপাড়ার খবির উদ্দিনের ছেলে মিঠু মিয়া ও আব্দুল খালেকের ছেলে মানিক মিয়া। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সদর উপজেলার ভালাইপুর মোড়ে একটি কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সজল আলী ও মামুন অর রশিদ নামে দুই যুবককে হত্যা করা হয়।