দামুড়হুদার জয়রামপুর স্টেশন পাড়ায় সাপের কামড়ে অঞ্জনা বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছেন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আজ রোববার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাপের কামড় আহত অঞ্জনা বেগম দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের স্টেশন পাড়ার ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।
স্থানীয়রা সাপটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। এ সময় রোগীর স্বজনরা সঙ্গে মৃত সাপটিকেও হাসপাতালের চিকিৎসকের নিকট নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে সাপটি দেখতে ভিড় করেন চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা।
জানা যায়, দুপুরে অঞ্জনা বেগম জ্বালানির জন্য কিছু বাঁশ নিয়ে রান্না ঘরে রাখছিলেন। এ সময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ অঞ্জনার হাতের তালুতে কামড় দেয়। পরে অঞ্জনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সুবিধার্থে সাপটিও হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন জানান, দুপুরে সাপের কামড়ে আহত এক গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় মৃত সাপও সঙ্গে করে নিয়ে আসেন তার স্বজনরা। ঐ গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।