কিশোরগঞ্জের কটিয়াদীতে খুশনাহার (৪০) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের মাছুয়া বিলের মাঝখানে শ্মশানের পাশের একটি ডোবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খুশনাহার বাগপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, দীর্ঘ ২৫ বছর পূর্বে খুশনাহার স্বামী সংসার ত্যাগ করে বাবার বাড়িতেই থাকতেন।গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।বুধবার বাড়ির পাশের বাগপাড়া মাছুয়া বিলের একটি ডোবায় তাঁর হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
গচিহাটা তদন্ত কেন্দ্রের আইসি আক্তারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া,তার ছেলে আফজাল ও ভাতিজা মিলনকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এস এইচ