চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুরোনো জীবনেই ফিরতে হল ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের

সামাজিক মাধ্যমের দৌলতে যতজন ভাইরাল হয়েছেন  তারা সেই খ্যাতি ধরে রাখতে পারেনি। ব্যতিক্রমী হতে পারলেন না ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বাকিদের তুলনায় তার জনপ্রিয়তা যেমন বেশি ছিল, খ্যাতি ধরেও রাখতে পেরেছিলেন অনেক দিন। কিন্তু সেই নিজের পুরোনো জীবনেই ফিরতে হল তাকে।

 

কাঁচা বাদাম বিক্রি করে সংসার চালাতেন পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন বাদাম। ব্যবসার সুবিধার জন্যই বেঁধেছিলেন ‘কাঁচা বাদাম’ গান। নিজের কথা, নিজের সুর দিয়ে তৈরি করা সেই গান ভুবনের গলায় শুনে অবাক হয়েছিলেন অনেকে।

 

 

তাদের মধ্যেই কেউ ভিডিও করে পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা ভারতে। পরিচিতি পান ভুবন। আসে কাঁচা বাদাম এর রিমিক্স ভার্সন। আরও জনপ্রিয় হন তিনি। তার গান পৌঁছায় বিদেশে। বিভিন্ন টিভি শো তে মুখ দেখানোর, নামকরা রেস্তোরাঁয় গান গাওয়ার সুযোগও পান।

 

সেসবই সোনালী অতীত। এখন আর কেউ পাত্তা দিচ্ছে না তাকে। নিজের সৃষ্টি গানের ওপর থেকেই অধিকার হারিয়েছেন ভুবন। তাকে ঠকিয়ে কপিরাইট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। এবার বাধ্য হয়ে নিজের পুরোনো পেশা বাদাম বিক্রিতেই ফিরছেন ভুবন।

 

একসময় ভুবনই জানিয়েছিলেন, তিনি ‘সেলিব্রিটি’। এখন আর বাদাম বিক্রি করতে পারবেন না। কিন্তু ভাগ্যের ফেরে সেই কাজেই ফিরতে হলো তাকে। তবে এবার আর কাঁচা বাদাম নয়, ভাজা বাদাম বিক্রি করতে চলেছেন ভুবন। নিজের মুখেই এ কথা জানিয়েছেন তিনি।

 

মাঝে কিছুদিন ভাড়া বাড়িতে কাটিয়েছিলেন ভুবন। এখন আবার নিজের গ্রামের পাকা বাড়িতেই ফিরে গিয়েছেন। তবে সে বাড়ি অসম্পূর্ণ। টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেননি বাড়িটা। আপাতত হাতে কোনো কাজ নেই তার। ছেলের সামান্য রোজগারেই চলছে সংসার। কিন্তু তাও বা কতদিন!

 

তাই বাধ্য হয়ে আবার বাদাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ভুবন। তিনি জানান, কাঁচা বাদাম গান আর গাইতে পারছেন না। কলকাতা থেকে একজনের ডাকার কথা ছিল। কিন্তু সে ডাক আর আসেনি।

 

Powered by WooCommerce

পুরোনো জীবনেই ফিরতে হল ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের

আপডেটঃ ১১:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

সামাজিক মাধ্যমের দৌলতে যতজন ভাইরাল হয়েছেন  তারা সেই খ্যাতি ধরে রাখতে পারেনি। ব্যতিক্রমী হতে পারলেন না ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বাকিদের তুলনায় তার জনপ্রিয়তা যেমন বেশি ছিল, খ্যাতি ধরেও রাখতে পেরেছিলেন অনেক দিন। কিন্তু সেই নিজের পুরোনো জীবনেই ফিরতে হল তাকে।

 

কাঁচা বাদাম বিক্রি করে সংসার চালাতেন পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন বাদাম। ব্যবসার সুবিধার জন্যই বেঁধেছিলেন ‘কাঁচা বাদাম’ গান। নিজের কথা, নিজের সুর দিয়ে তৈরি করা সেই গান ভুবনের গলায় শুনে অবাক হয়েছিলেন অনেকে।

 

 

তাদের মধ্যেই কেউ ভিডিও করে পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা ভারতে। পরিচিতি পান ভুবন। আসে কাঁচা বাদাম এর রিমিক্স ভার্সন। আরও জনপ্রিয় হন তিনি। তার গান পৌঁছায় বিদেশে। বিভিন্ন টিভি শো তে মুখ দেখানোর, নামকরা রেস্তোরাঁয় গান গাওয়ার সুযোগও পান।

 

সেসবই সোনালী অতীত। এখন আর কেউ পাত্তা দিচ্ছে না তাকে। নিজের সৃষ্টি গানের ওপর থেকেই অধিকার হারিয়েছেন ভুবন। তাকে ঠকিয়ে কপিরাইট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। এবার বাধ্য হয়ে নিজের পুরোনো পেশা বাদাম বিক্রিতেই ফিরছেন ভুবন।

 

একসময় ভুবনই জানিয়েছিলেন, তিনি ‘সেলিব্রিটি’। এখন আর বাদাম বিক্রি করতে পারবেন না। কিন্তু ভাগ্যের ফেরে সেই কাজেই ফিরতে হলো তাকে। তবে এবার আর কাঁচা বাদাম নয়, ভাজা বাদাম বিক্রি করতে চলেছেন ভুবন। নিজের মুখেই এ কথা জানিয়েছেন তিনি।

 

মাঝে কিছুদিন ভাড়া বাড়িতে কাটিয়েছিলেন ভুবন। এখন আবার নিজের গ্রামের পাকা বাড়িতেই ফিরে গিয়েছেন। তবে সে বাড়ি অসম্পূর্ণ। টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেননি বাড়িটা। আপাতত হাতে কোনো কাজ নেই তার। ছেলের সামান্য রোজগারেই চলছে সংসার। কিন্তু তাও বা কতদিন!

 

তাই বাধ্য হয়ে আবার বাদাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ভুবন। তিনি জানান, কাঁচা বাদাম গান আর গাইতে পারছেন না। কলকাতা থেকে একজনের ডাকার কথা ছিল। কিন্তু সে ডাক আর আসেনি।