দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অল্প সময়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। বর্তমানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে রয়েছেন তিনি। তবে এসবের মাঝেই নেটপাড়ায় ‘বয়কট’ ট্রেন্ডে বিপাকে পড়লেন সাই পল্লবী। অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা সমস্যার সূত্রপাত মূলত একটি ভিডিও থেকেই।
যেখানে পল্লবী দাবি করেছিলেন, পাকিস্তানের মানুষের কাছে ভারতীয় সেনা সন্ত্রাসবাদীদের মতোই। আর এই মন্তব্য শুনেই চটেছেন ভারতীয়দের একাংশ। যদিও ২০২২ সালে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন সাই পল্লবী। দক্ষিণী অভিনেত্রী বলেছিলেন, ‘পাকিস্তানের মানুষ মনে করে, ভারতীয় সেনা আসলে একটি জঙ্গি সংগঠন। এটা ওদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের চোখে আবার বিষয়টা ঠিক উল্টো। দৃষ্টিভঙ্গি এইভাবেই বদলে যায়। তাই হিংসার অর্থ আমি বুঝতে পারি না। এই ভিডিও দেখে ভারতীয়দের একাংশের বক্তব্য, ‘ভারত কি কখনও অন্য কোনও দেশে ঢুকে পড়েছে যে আমাদের জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করছেন? বরং ভারতের উপর বারবার আক্রমণ করা হয়েছে। বার বার ভারতের সীমান্তে পাকিস্তান ও চিন আক্রমণ করেছে। তাই ভারতীয় সেনাকে জঙ্গি সংগঠন বলা যায় না কোনও দৃষ্টিভঙ্গি থেকেই।’ এই ট্রেন্ডে গা ভাসিয়ে এক ব্যক্তি লেখেন, ‘ঈশ্বর এই মহিলা মা সীতার চরিত্রে অভিনয় করবেন ‘রামায়ণ’এ। পাকিস্তান আর ভারত দুটোর আর্মি এক? মাথাটা পুরোই গেছে মনে হয়। এবার এই অসহ্যকর মহিলার সিনেমা আপনারা দেখবেন কিনা ভেবে দেখুন।’ কেউ আবার লিখেছেন, ‘বলুন, আমরা কতজন নির্দোষ মানুষকে মেরেছি যে, ভারতীয় সেনা জঙ্গি সংগঠন এই কথা বলছেন?’ যদিও কেউ কেউ আবার তাকে সমর্থন করেছেন। এভাবে দুই বছর পুরনো ভিডিও খুঁজে বের করে সেখানে বলা অভিনেত্রীর কথা ঘুরিয়ে অর্ধেক ভিডিও শেয়ার করে কটাক্ষ করায় আপত্তি জানিয়েছেন অনেকেই।