চুয়াডাঙ্গা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন ডেনমার্কের ভিক্টোরিয়া


গত ১৬ নভেম্বর রাতে জমকালো আয়োজনে ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর ৭৩তম আসর বসেছিল মেক্সিকো সিটির অ্যারেনা সিডিএমএক্সে। সেখানে বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতেছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। এবারই প্রথম ডেনমার্কের কোনো প্রতিযোগী এই শিরোপা অর্জন করলেন। এর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও ভবিষ্যৎ আইনজীবী।

গতবারের শিরোপাধারী নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণের সময় ভিক্টোরিয়াকে মঞ্চে উপস্থিত অন্য প্রতিযোগীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

গ্ল্যামারাস এই প্রতিযোগিতা শুরু হয় গত বৃহস্পতিবারের প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে, যেখানে ৩০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এই প্রাথমিক পর্বে ছিল জাঁকজমকপূর্ণ জাতীয় পোশাক প্রদর্শনী। সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীরা সাঁতারের পোশাকে প্রদর্শনীতে অংশ নেন, এরপর ১২ জন এগিয়ে যান সন্ধ্যার গাউন প্রতিযোগিতায়।

শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে নেতৃত্ব ও মানসিক দৃঢ়তার মতো বিষয় উঠে আসে। যখন ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘কেউ যদি আপনাকে বিচার না করে তবে আপনি কীভাবে জীবন যাপন করতেন?’ তিনি উত্তর দেন, ‘আমি আমার জীবন প্রতিদিনের মতোই কাটাতাম।

পরে দর্শকের উদ্দেশে তিনি বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। তিনি আরো যোগ করেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি, কারণ আমি পরিবর্তন চাই এবং আমি আজ রাতে ইতিহাস গড়ছি।

প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা প্রথম রানার-আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেলট্রান দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি এবং ভেনিজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা পরবর্তী স্থান দখল করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘সেভড বাই দ্য বেল’ তারকা মারিও লোপেজ এবং প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কুলপো।



সুত্র লিংক

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়লেন ডেনমার্কের ভিক্টোরিয়া

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ইতিহাস গড়লেন ডেনমার্কের ভিক্টোরিয়া

প্রকাশ : ০৩:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪


গত ১৬ নভেম্বর রাতে জমকালো আয়োজনে ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর ৭৩তম আসর বসেছিল মেক্সিকো সিটির অ্যারেনা সিডিএমএক্সে। সেখানে বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতেছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। এবারই প্রথম ডেনমার্কের কোনো প্রতিযোগী এই শিরোপা অর্জন করলেন। এর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও ভবিষ্যৎ আইনজীবী।

গতবারের শিরোপাধারী নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণের সময় ভিক্টোরিয়াকে মঞ্চে উপস্থিত অন্য প্রতিযোগীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

গ্ল্যামারাস এই প্রতিযোগিতা শুরু হয় গত বৃহস্পতিবারের প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে, যেখানে ৩০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এই প্রাথমিক পর্বে ছিল জাঁকজমকপূর্ণ জাতীয় পোশাক প্রদর্শনী। সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীরা সাঁতারের পোশাকে প্রদর্শনীতে অংশ নেন, এরপর ১২ জন এগিয়ে যান সন্ধ্যার গাউন প্রতিযোগিতায়।

শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে নেতৃত্ব ও মানসিক দৃঢ়তার মতো বিষয় উঠে আসে। যখন ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘কেউ যদি আপনাকে বিচার না করে তবে আপনি কীভাবে জীবন যাপন করতেন?’ তিনি উত্তর দেন, ‘আমি আমার জীবন প্রতিদিনের মতোই কাটাতাম।

পরে দর্শকের উদ্দেশে তিনি বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। তিনি আরো যোগ করেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি, কারণ আমি পরিবর্তন চাই এবং আমি আজ রাতে ইতিহাস গড়ছি।

প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা প্রথম রানার-আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেলট্রান দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি এবং ভেনিজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা পরবর্তী স্থান দখল করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘সেভড বাই দ্য বেল’ তারকা মারিও লোপেজ এবং প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কুলপো।



সুত্র লিংক