চুয়াডাঙ্গা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে প্রেমের ফাঁদে ফেলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক ৩

যশোরে প্রেমের ফাঁদে ফেলে চারজনে মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোতয়ালি থানা পুলিশ তিনজনকে আটক করেছে।

 

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন- জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।

 

ধর্ষণের শিকার নারী অভিযোগ করে বলেন, সাকিবের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার সাথে ঘুরতে যাই। বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যার পর থেকে সারারাত তাকে চারজনে  ধর্ষণ করেন। পরে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে এসে।

 

 

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ওই নারীকে ধর্ষণের ঘটনায় সাকিব, বাচ্চু ও মহাব্বত নামের তিনজনকে আটক করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার নারী থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Powered by WooCommerce

যশোরে প্রেমের ফাঁদে ফেলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ,আটক ৩

আপডেটঃ ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

যশোরে প্রেমের ফাঁদে ফেলে চারজনে মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোতয়ালি থানা পুলিশ তিনজনকে আটক করেছে।

 

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন- জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।

 

ধর্ষণের শিকার নারী অভিযোগ করে বলেন, সাকিবের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার সাথে ঘুরতে যাই। বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যার পর থেকে সারারাত তাকে চারজনে  ধর্ষণ করেন। পরে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে এসে।

 

 

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ওই নারীকে ধর্ষণের ঘটনায় সাকিব, বাচ্চু ও মহাব্বত নামের তিনজনকে আটক করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার নারী থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।