চুয়াডাঙ্গা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দামুড়হুদা উপজেলা পর্যায়ে এসএসসি ৯২ব্যাচের পূনর্মিলনীর প্রস্তুতিসভা ও কমিটি গঠন দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্য বিয়ের আয়োজন:ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে জরিমানা দামুড়হুদা-হাউলী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে তৃষ্ণাম্তদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক চুয়াডাঙ্গায় দে‌শের স‌র্বোচ্চ দবদা‌হে প্রশংসায় ভাস‌ছে এক পু‌লিশ সদস্য দামুড়হুদায় বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ আদায় দামুড়হুদায় হজ্জ ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত  দামুড়হুদায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা  দামুড়হুদায় মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত 

কারাভোগ শেষে ভারতীয় মা ছেলে ফির‌লো নিজ দে‌শে

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা আই‌সি‌পি চেক‌পোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্য‌মে দুই ভারতীয় নাগরীক মা শ্রীমতি কাজলি দাস (৪৭) ও তার ছেলে প্রান কুমার দাসকে (২৫) ফেরত পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এই পতাকা বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ(এসআই) আতিকুর রহমান জানান, গত ১ নভেম্বর ২০২৩ ভারতের ২৪ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রীমতি কাজলি দাস ও তার ছেলে প্রান কুমার দাস ঝিনাইদাহ জেলার মহেষপুর সীমান্ত দিয়ে অবৈধ প‌থে বাংলা‌দে‌শে প্রবেশ করলে পুলিশের কাছে আটক হয়। পরদিন পুলিশ তাদেরকে বিনা পাস‌পো‌র্টে বাংলা‌দে‌শে প্র‌বে‌শের দা‌য়ে আদাল‌তের মাধ্য‌মে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে আদাল‌তের দ‌ন্ডিত সাজার মেয়াদ শেষ হলে আজ বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা আই‌সি‌পি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারত ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠ‌কে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মন মোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচ সহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।####

 

প্রসঙ্গঃ

দামুড়হুদা উপজেলা পর্যায়ে এসএসসি ৯২ব্যাচের পূনর্মিলনীর প্রস্তুতিসভা ও কমিটি গঠন

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কারাভোগ শেষে ভারতীয় মা ছেলে ফির‌লো নিজ দে‌শে

প্রকাশ : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা আই‌সি‌পি চেক‌পোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্য‌মে দুই ভারতীয় নাগরীক মা শ্রীমতি কাজলি দাস (৪৭) ও তার ছেলে প্রান কুমার দাসকে (২৫) ফেরত পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এই পতাকা বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ(এসআই) আতিকুর রহমান জানান, গত ১ নভেম্বর ২০২৩ ভারতের ২৪ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রীমতি কাজলি দাস ও তার ছেলে প্রান কুমার দাস ঝিনাইদাহ জেলার মহেষপুর সীমান্ত দিয়ে অবৈধ প‌থে বাংলা‌দে‌শে প্রবেশ করলে পুলিশের কাছে আটক হয়। পরদিন পুলিশ তাদেরকে বিনা পাস‌পো‌র্টে বাংলা‌দে‌শে প্র‌বে‌শের দা‌য়ে আদাল‌তের মাধ্য‌মে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে আদাল‌তের দ‌ন্ডিত সাজার মেয়াদ শেষ হলে আজ বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা আই‌সি‌পি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারত ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠ‌কে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মন মোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচ সহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।####