চুয়াডাঙ্গা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করলেন যুবক

অভিযুক্ত যুবক রোহান

যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে ক্ষত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার ডান কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে।হামলায় অভিযুক্ত রোহান (২১) উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার হায়দারের ছেলে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানায়, সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বিদ্যালয় ছুটির পর সে হেঁটে বাড়ি ফিরছিল। গরুহাটা এলাকায় পৌঁছলে রোহান তাকে দাঁড়াতে বলেন এবং প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে রোহান তার (শিক্ষার্থী) মাথার চুল ধরে কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে পালিয়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।অভিযুক্ত রোহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত স্কুলছাত্রীর পরিবার।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে নওয়াপাড়া মডেল বিদ্যালয়ের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে তারা। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত রোহানকে আটকে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Powered by WooCommerce

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করলেন যুবক

আপডেটঃ ০৭:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে ক্ষত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার ডান কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে।হামলায় অভিযুক্ত রোহান (২১) উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার হায়দারের ছেলে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানায়, সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বিদ্যালয় ছুটির পর সে হেঁটে বাড়ি ফিরছিল। গরুহাটা এলাকায় পৌঁছলে রোহান তাকে দাঁড়াতে বলেন এবং প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে রোহান তার (শিক্ষার্থী) মাথার চুল ধরে কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে পালিয়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।অভিযুক্ত রোহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত স্কুলছাত্রীর পরিবার।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে নওয়াপাড়া মডেল বিদ্যালয়ের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে তারা। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত রোহানকে আটকে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।