চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হকের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
আলোচনা সভার প্রধান অতিথি রোকসানা মিতা বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার। এই সরকার দেশ ও জণগণের উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। সরকার আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ভাতা সহ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এছাড়াও দেশের সব সেক্টরে উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রেখেছেন।
দামুড়হুদা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাশ এনজিও’র প্রতিনিধি
বাপ্পা মন্ডল।