চুয়াডাঙ্গা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ আ’লীগের দুই সাবেক সংসদ সদস্যের আন্তর্বর্তীকালীন জামিন লাভ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে অসুস্থজনিত কারনে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন। সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ার্দ্দারকে ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপি’র অফিসে হামলা অগ্নি অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আ’লীগের সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে বিনা ভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন। এদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়া ঘটনায় তার বিরুদ্ধে ৩টি পৃথক মামলা রয়েছে। জামিনের বিষয়ে পিপি এ্যাডঃ মশিউর রহমান জানান, মেডিকেল গ্রাউন্ডে বিজ্ঞ আদালত আ’লীগের সাবেক দুই সাংসদকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামীর আইনজীবী আদালতকে জানান।





সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ঝিনাইদহ আ’লীগের দুই সাবেক সংসদ সদস্যের আন্তর্বর্তীকালীন জামিন লাভ

আপডেটঃ ০৫:১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে অসুস্থজনিত কারনে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন। সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ার্দ্দারকে ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপি’র অফিসে হামলা অগ্নি অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আ’লীগের সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে বিনা ভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন। এদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়া ঘটনায় তার বিরুদ্ধে ৩টি পৃথক মামলা রয়েছে। জামিনের বিষয়ে পিপি এ্যাডঃ মশিউর রহমান জানান, মেডিকেল গ্রাউন্ডে বিজ্ঞ আদালত আ’লীগের সাবেক দুই সাংসদকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামীর আইনজীবী আদালতকে জানান।





সুত্র লিংক