চুয়াডাঙ্গা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল বুধবার (১৭মে) সন্ধায় ও আজ বৃহস্পতিবার (১৮মে) ভোরে দু দফায় কাল বৈশাখী ঝড়ে ফসলসহ আধাপাকা ঘরবাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে।

 

চলতি মৌসুমের ধান গোছানো প্রায় শেষ হলেও ক্ষেতের ফলন্ত পেঁপে, কলা, পান রবজ ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছপালা,আধাপাকা অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। এসময় নিজ বাড়ীর গাছের আম কুড়াতে গিয়ে গাছের ডাড় ভেঙ্গে চাপা পড়ে উপজেলার তারানিপুর গ্রামে লাল মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী সাকেনা খাতুন (৪০)নামে এক গৃহবধুর মৃত্য হয়েছেু।

 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গাংপাড়া মাঠে কাদিপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে হাবিবুর রহমানের ছেলে রেজাউল ইসলামের ১০ কাঠা, মোসলেম উদ্দিনের ছেলে রাজু আহম্মেদের ৭ কাঠা ও বদর উদ্দিনের ছেলে জাকির হোসেন এর ১৭ কাঠা পান বরজ ঝড়ে তছ নছ হয়ে গেছে।

 

এছাড়া একই মঠে নিয়ামত আলীর ছেলে হাবিবুর রহমানের ১ বিঘা কলা বাগনের ৮০ ভাগ ও পরাণপুর গ্রামের লোকনাথপুর মাঠে আব্দুল মজিদের ছেলে জসিম উদ্দিনের সাড়ে ৪ বিঘা পেঁপে ক্ষেতের প্রায় ৯০ভাগ কলাগাছ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ী ও টিনের চালা উড়ে গেছে।

 

বিষয় দামুড়হুদাউপজেলা কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঝড়ে পেঁেপ,কলা ও আমের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিশেষ কওে নাপিতখালী,পাটাচোরা, কাদিপুর, বাস্তপুর গ্রাম অঞ্চলে বেশি ক্ষয় ক্ষতি হয়েছে।এতে ফসলের ১০লক্ষাধিক পরিমান টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ও তিনি জানান।

Powered by WooCommerce

দামুড়হুদায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

আপডেটঃ ০৪:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল বুধবার (১৭মে) সন্ধায় ও আজ বৃহস্পতিবার (১৮মে) ভোরে দু দফায় কাল বৈশাখী ঝড়ে ফসলসহ আধাপাকা ঘরবাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে।

 

চলতি মৌসুমের ধান গোছানো প্রায় শেষ হলেও ক্ষেতের ফলন্ত পেঁপে, কলা, পান রবজ ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছপালা,আধাপাকা অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। এসময় নিজ বাড়ীর গাছের আম কুড়াতে গিয়ে গাছের ডাড় ভেঙ্গে চাপা পড়ে উপজেলার তারানিপুর গ্রামে লাল মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী সাকেনা খাতুন (৪০)নামে এক গৃহবধুর মৃত্য হয়েছেু।

 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গাংপাড়া মাঠে কাদিপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে হাবিবুর রহমানের ছেলে রেজাউল ইসলামের ১০ কাঠা, মোসলেম উদ্দিনের ছেলে রাজু আহম্মেদের ৭ কাঠা ও বদর উদ্দিনের ছেলে জাকির হোসেন এর ১৭ কাঠা পান বরজ ঝড়ে তছ নছ হয়ে গেছে।

 

এছাড়া একই মঠে নিয়ামত আলীর ছেলে হাবিবুর রহমানের ১ বিঘা কলা বাগনের ৮০ ভাগ ও পরাণপুর গ্রামের লোকনাথপুর মাঠে আব্দুল মজিদের ছেলে জসিম উদ্দিনের সাড়ে ৪ বিঘা পেঁপে ক্ষেতের প্রায় ৯০ভাগ কলাগাছ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ী ও টিনের চালা উড়ে গেছে।

 

বিষয় দামুড়হুদাউপজেলা কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঝড়ে পেঁেপ,কলা ও আমের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিশেষ কওে নাপিতখালী,পাটাচোরা, কাদিপুর, বাস্তপুর গ্রাম অঞ্চলে বেশি ক্ষয় ক্ষতি হয়েছে।এতে ফসলের ১০লক্ষাধিক পরিমান টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ও তিনি জানান।