লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানান তিনি। তিনি বলেন, লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ডাকসু নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে।বিগত ১৫ বছর বাম সংগঠনগুলো আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। তারা এখন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়।
তিনি আরও জানান, তাদের এ অপতৎপরতার চেষ্টা রুখে দেয়া হবে। এ সময় লাল সন্ত্রাসী মেঘ মল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা।
বার্তাবাজার/এস এইচ