চুয়াডাঙ্গা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ৩টা ৪৫ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। ২০১২ সালে সর্বশেষ সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ দলের সিনিয়র নেতারা।

এর আগে বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা রয়েছেন। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না।

গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এ এস এম কামরুল আহসান খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

আপডেটঃ ০১:৫৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ৩টা ৪৫ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। ২০১২ সালে সর্বশেষ সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ দলের সিনিয়র নেতারা।

এর আগে বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা রয়েছেন। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না।

গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এ এস এম কামরুল আহসান খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।



সুত্র লিংক