জুলাই বিল্পবের চেতনাকে সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে যশোরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ইসলামি ছাত্র শিবির যশোর জেলা শাখা।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের মিলানয়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নানা বিষয় তুলে ধরেন। এরমধ্যে দেশের বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সংগঠনের করণিয়। যারা ফ্যাসিবাদী,স্বৈরাচার আওয়ামীলীগের পুর্নবাসনের চেষ্টা করছে,তাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা। আওয়ামীলীগের ১৫ বছরের শাসন আমল থেকে শুরু করে জুলাই বিপ্লবে আহত, নিহত সকলের সুষ্ঠু বিচার নিশ্চিত করাসহ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে তা প্রতিহত করার বিষয়ে সকলকে সক্রিয় থাকার আহ্ববান জানান তারা। একই সাথে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরির জন্য যশোরে শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হল ও মেসগুলোতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্র শিবির যশোর শহর শাখার সভাপতি মোস্তফা কামাল, সেক্রেটারি আহমেদ ইব্রাহিম শামীম, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখার সভাপতি রাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসীনা মুর্শিদ প্রাপ্তি, যুগ্ম সদস্য সচিব সামিউল আলম, যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন, ফরিদ হোসেন, বি এম আকাশ, ছাত্র অধিকার পরিষদ যশোরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক নাসিম রেজা, বাংলাদেশ খেলায়ত ছাত্র মজলিস যশোরের সভাপতি মাসুদ এজাজ, জাতীয় ছাত্র সমাজ যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিন্দ্য ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ যশোরের প্রতিনিধি মারুফ খান প্রমুখ। মতবিনিময় সভা শেষে ছাত্র নেতাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশনা উপহার দেয়া হয়।