চুয়াডাঙ্গা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জনস্বার্থ সংরক্ষণে প্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন জরুরি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের সব ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন করা জরুরি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সেমিনারের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সাধারণ মানুষের স্বার্থসংরক্ষণ এবং রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করা জনপ্রশাসনের কাজ। জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের সব ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন করা জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনপ্রশাসন সংস্কারের ওপর গুরুত্বারোপ করতে হবে। এ ধরনের আলোচনা এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক ড. মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন লোক প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাজনীন ইসলাম।

এমএইচএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

গাজায় প্রাণহানি ৪৪ হাজার ছুঁই ছুঁই

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জনস্বার্থ সংরক্ষণে প্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন জরুরি

প্রকাশ : ০৪:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের সব ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন করা জরুরি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সেমিনারের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সাধারণ মানুষের স্বার্থসংরক্ষণ এবং রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করা জনপ্রশাসনের কাজ। জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের সব ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের নৈতিকতা অবলম্বন করা জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনপ্রশাসন সংস্কারের ওপর গুরুত্বারোপ করতে হবে। এ ধরনের আলোচনা এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক ড. মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন লোক প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাজনীন ইসলাম।

এমএইচএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link