চুয়াডাঙ্গা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত


গাজীপুরের শ্রীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। নিহত আরেকজন ও আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনামুল হক সরকারসহ আরও তিন সহযোগী রাজমিস্ত্রীর কাজে যান। কাজ শেষে বিকেলে ওই চারজন এক মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গোসিঙ্গা বাজারের দিকে আসছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লতিফপুর এলাকায় পৌঁছালে গোসিঙ্গা বাজার থেকে কাপাসিয়াগামী ইট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ইটবোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

গাজীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

আপডেটঃ ০১:০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪


গাজীপুরের শ্রীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। নিহত আরেকজন ও আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনামুল হক সরকারসহ আরও তিন সহযোগী রাজমিস্ত্রীর কাজে যান। কাজ শেষে বিকেলে ওই চারজন এক মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গোসিঙ্গা বাজারের দিকে আসছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লতিফপুর এলাকায় পৌঁছালে গোসিঙ্গা বাজার থেকে কাপাসিয়াগামী ইট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ইটবোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link