চুয়াডাঙ্গা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে ক্ষুব্ধ অভিনেত্রী দিঘী


তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে ক্ষুব্ধ অভিনেত্রী দিঘী

bgdJpXTVJ3 (1)63e1dedb8bde0

তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে ক্ষুব্ধ অভিনেত্রী দিঘী

KKAcUc389O63e1dedb8bacc


বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম

1000033565 6737871819157

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বলা চলে আত্মগোপনেই আছেন এই কনটেন্ট ক্রিয়েটর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনো কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর।

সামাজিকমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবারসহ কনের পরিবার।

আফ্রিদির পরিবার জানান, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা জমজ বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিশা।

এদিকে বেশ অনেকদিন ধরেই গুজন ছিলো আফ্রিদির সঙ্গে প্রেম করছেন ঢাকাই সিনেমার নায়িকা দিঘী। তবে বিয়ের খবরে যেনো গুঞ্জন গুঞ্জনেই প্রমাণিত হলো।

আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর দেশীয় গণমাধ্যমে অনেকটা ক্ষুব্ধ হয়ে দিঘী বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু। যাক আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম।

দিঘী আরো বলেন, আমি যতটুকু জানি পারিবারিক ভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে। পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে ক্ষুব্ধ অভিনেত্রী দিঘী

আপডেটঃ ১১:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪


তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে ক্ষুব্ধ অভিনেত্রী দিঘী

bgdJpXTVJ3 (1)63e1dedb8bde0

তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে ক্ষুব্ধ অভিনেত্রী দিঘী

KKAcUc389O63e1dedb8bacc


বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম

1000033565 6737871819157

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বলা চলে আত্মগোপনেই আছেন এই কনটেন্ট ক্রিয়েটর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনো কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর।

সামাজিকমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবারসহ কনের পরিবার।

আফ্রিদির পরিবার জানান, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা জমজ বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিশা।

এদিকে বেশ অনেকদিন ধরেই গুজন ছিলো আফ্রিদির সঙ্গে প্রেম করছেন ঢাকাই সিনেমার নায়িকা দিঘী। তবে বিয়ের খবরে যেনো গুঞ্জন গুঞ্জনেই প্রমাণিত হলো।

আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর দেশীয় গণমাধ্যমে অনেকটা ক্ষুব্ধ হয়ে দিঘী বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু। যাক আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম। অবশেষে একটু শান্তি পেলাম।

দিঘী আরো বলেন, আমি যতটুকু জানি পারিবারিক ভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে। পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।





Source link