মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে। দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়। সে হিসাবে বছরে বিক্রি হয় ৭ হাজার ৩০০ কোটি টাকার মাদক।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর আদর্শ স্কুলে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে দেশে মাদকের ভয়াবহ বিস্তার হচ্ছে। বাংলাদেশে কোনো প্রকার মাদকদ্রব্য তৈরি হয় না। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালালেও সীমান্ত এলাকা ও সমুদ্র পথে পাশের দেশগুলো থেকে এ দেশে মাদক প্রবেশ করছে।
মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ছোট বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি তাগিদ দেন মহাপরিচালক। এ ছাড়া শিক্ষক সমাজ ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. খোরশিদ আলম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম নিজামী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোতাহের হোসেন মানিক ও সাধারণ সম্পাদক বিমল সরকার, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. বজলুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুল রহমান, সিটি কর্পোরেশনের স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
মেহেদী হাসান সৈকত/এসএসএইচ