চুয়াডাঙ্গা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাই‌কেল চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আইনুর বিশ্বাস (২৫) না‌মে এক মোটরসাই‌কেল চালক নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (১ ডি‌শেম্বর) রা‌তে রাজশাহী মেডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যায়।

 

‌নিহত আয়নুল বিশ্বাস উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান বিশ্বাস এর ছোট ছেলে।

 

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা‌গে‌ছে, শুক্রবার (১ ডি‌শেম্বর) দুপুরে জেলার দামুড়হুদা কার্পসডাঙ্গা সড়‌কের মোক্তারপুর এলাকায় মোটরসাই‌কেলের ‌নিয়ন্ত্রন হা‌রি‌য়ে আয়নুল বিশ্বাস সড়‌কের পা‌শে থাকা গা‌ছের সা‌থে ধাক্কা মে‌রে গুরুতর আহত হয়।

 

এসময় পথচা‌রিরা তা‌কে উদ্ধ‌ার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার ক‌রেন। ‌সেখা‌নে চি‌কিৎসাধীর অবস্থায় রাত ১২ টার দি‌কে সে মারাযায়।

 

দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি তদন্ত) মাহাবুব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় টানা প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাই‌কেল চালক নিহত

প্রকাশ : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আইনুর বিশ্বাস (২৫) না‌মে এক মোটরসাই‌কেল চালক নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (১ ডি‌শেম্বর) রা‌তে রাজশাহী মেডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যায়।

 

‌নিহত আয়নুল বিশ্বাস উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান বিশ্বাস এর ছোট ছেলে।

 

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা‌গে‌ছে, শুক্রবার (১ ডি‌শেম্বর) দুপুরে জেলার দামুড়হুদা কার্পসডাঙ্গা সড়‌কের মোক্তারপুর এলাকায় মোটরসাই‌কেলের ‌নিয়ন্ত্রন হা‌রি‌য়ে আয়নুল বিশ্বাস সড়‌কের পা‌শে থাকা গা‌ছের সা‌থে ধাক্কা মে‌রে গুরুতর আহত হয়।

 

এসময় পথচা‌রিরা তা‌কে উদ্ধ‌ার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার ক‌রেন। ‌সেখা‌নে চি‌কিৎসাধীর অবস্থায় রাত ১২ টার দি‌কে সে মারাযায়।

 

দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি তদন্ত) মাহাবুব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।