খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি করল আমেরিকার বেসবল দল নিউ ইয়র্ক মেটস। জুয়ান সোটোর সাথে ১৫ বছরের চুক্তি করেছে তারা। চুক্তির অঙ্ক ৭৬৫ মিলিয়ন ডলার।
আগামী ১৫ বছর মেজর লিগ বেসবলে নিউ ইয়র্ক মেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছরের সোটো। এর আগে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তির মালিক ছিলেন শোহেই ওতানি। তার সাথে ১০ বছরের জন্য ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল মেজর লিগ বেসবলের অন্যতম দল লস অ্যাঞ্জেলস ডজার্স। সোটোর চুক্তি আর্থিক অঙ্কে তাকেও ছাপিয়ে গেল। কয়েকটি শর্ত পূরণ করতে পারলে সোটোর চুক্তির আর্থিক অঙ্ক ছুঁতে পারে ৮০৫ মিলিয়ন ডলার। শর্ত অনুযায়ী সোটো ২০২৯ সালের পর চুক্তি ভেঙে দিতে পারবেন। এখন বছরে ৫১ মিলিয়ন ডলার পাবেন তিনি। পাঁচ বছর পর তার বার্ষিক বেতন হওয়ার কথা ৫৫ মিলিয়ন ডলার। নিউ ইয়র্ক মেটস সেই বেতন দিতে না চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবেন বেসবল খেলোয়াড়। বেতন ছাড়াও আরও কিছু অর্থ পাবেন সোটো। বোনাস হিসেবে তার পাওয়ার কথা ৭৫ মিলিয়ন ডলার।
প্রথমে সোটোকে ১৬ বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দিয়েছিলেন নিউ ইয়র্ক মেটস কর্তৃপক্ষ। তাকে ৭৬০ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বছরে গড়ে ৪৭.৫ মিলিয়ন ডলার বেতনের প্রস্তাব দেয়া হয়। কিন্তু চাহিদা বুঝে নিজের বেতন খানিকটা বাড়িয়ে নিয়েছেন সোটো। চুক্তির মেয়াদও কমিয়েছেন এক বছর। ২০১৮ সালে ওয়াশিংটন ন্যাশনালসের হয়ে মেজর লিগ বেসবলে অভিষেক হয়েছিল তার।