যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে এখন অনেক শক্তিশালী ও হাসিখুশি আছেন। তিনি হাঁটাচলা করছেন। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
সোমবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার আপডেট সাংবাদিকদের জানান তিনি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ছিলেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সবাই হাসপাতালে আছেন। পরিবারের সঙ্গে খালেদা জিয়া খুবই ভালো সময় কাটছে বলে জানান তিনি।
এর আগে, গতকাল সোমবার নিয়মিত ব্রিফ্রিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।
ডিএস//