অভিযোগ করেও প্রতিকার মেলেনি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা দক্ষিণপাড়া খালের উপর ভাঙ্গা ব্রিজ সংস্কার না করায় পারাপারে চরম দূর্ভোগের শিকার এলাকাবাসী। ক্ষতিগ্রস্থ পুরাতন এ ব্রিজ মেরামত না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ছোট খাট দূর্ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে নির্মিত এ ব্রিজের পিলারের সিমেন্ট খসে পড়েছে এবং রেলিং ও পাটাতনও ভেঙ্গে পড়েছে। ব্রিজ দিয়ে চলাচলে এখন প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাইনি।
এ কারণে এলাকাবাসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, এ ব্রিজ দিয়ে কমপক্ষে ১০/১২ গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। এমনকি কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতে ভোগান্তির শিকার হতে হয়। এছাড়া পথচারী, শিক্ষার্থী ও কৃষকের ফসল আনা নেয়াসহ গো পারাপারে নানা সংকটে পড়তে হচ্ছে। কয়েকদিন আগে একটি গরু ওই ব্রিজ থেকে পরে মারা গেছে এবং কয়েকজন শিক্ষার্থী এ ব্রিজ থেকে সাইকেল নিয়ে পানিতে পড়ে যায়। বৃদ্ধ ও শিশুরা ওই ব্রিজ দিয়ে চলাচলও করতে পারছে না।
তবে মাঝ খানে ঢালাই ভেঙ্গে যাওয়ায় ঝুকি নিয়ে পারাপার করছে ছোটখাট যানবাহন। এতে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জনপ্রতিনিধি বলছেন, ব্রিজটি পূর্ন নির্মানের জন্য এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
কিন্তু আজও ওই ব্রিজ সংস্কারের সাড়া পাওয়া যায়নি। যে কারণে এ ব্রিজ পারাপারে ভয়াবহ আকার ধারণ করছে। এ বিষয়ে বিএনপি নেতা শামসুল ইসলাম জানান, ওই ব্রিজ দিয়ে চলাচলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্রিজটি জনস্বার্থে দ্রæত সংস্কার করা প্রয়োজন। উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) তামান্না রহমান জানান, সংশ্লিষ্ট বিভাগে শতাধিক ব্রিজ নির্মাণ ও মেরামতের প্রস্তাবণা দেয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সিরাজগঞ্জ সাইফুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, ওই ব্রিজ সংস্কার বা পূর্ণ নির্মাণের প্রস্তাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।