“ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে শোভা যাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কর্তা করুণা কান্ত রায়। আরো বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র অ্যাসোসিয়েট অফিসার (সেল্প) মিথুন কুমার গোস্বামী, আলোয়াখোয়া ইউপি নারী সদস্য করুণা রাণী প্রমুখ। শোভা যাত্রা ও আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।