চুয়াডাঙ্গা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগ আমলে অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি সুপারিশ করেছে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি। তাদের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতরে কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রিভিউ কমিটির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য আবেদন করেছেন ১ হাজার ৫৪০ জন।

কমিটি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় অবসরে যাওয়া এক হাজার ৫৪৩ জনের আবেদন পর্যালোচনা করে সেখান থেকে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসনের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দিতে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি করেছিল সরকার।

কমিটির দেওয়া সুপারিশপত্রে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। তবে কমিটির এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকার বাধ্য নয়।

এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারি সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নেন।

Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

আ. লীগ আমলে অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

আপডেটঃ ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি সুপারিশ করেছে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি। তাদের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতরে কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রিভিউ কমিটির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য আবেদন করেছেন ১ হাজার ৫৪০ জন।

কমিটি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় অবসরে যাওয়া এক হাজার ৫৪৩ জনের আবেদন পর্যালোচনা করে সেখান থেকে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসনের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দিতে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি করেছিল সরকার।

কমিটির দেওয়া সুপারিশপত্রে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। তবে কমিটির এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকার বাধ্য নয়।

এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারি সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নেন।

Source link