চুয়াডাঙ্গা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই হবে বিশ্ব ইজতেমা: ঢাকা বিভাগীয় কমিশনার


টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ইজতেমা মাঠে গিয়ে প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়েই এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু করার কথাও জানান তিনি। এদিকে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের সমাধান হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইজতেমার প্রস্তুতি বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা মাঠে নামাজের কাতার, খুঁটি স্থাপন, শামিয়ানা টাঙানোসহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ যথা সময়েই ইনশাআল্লাহ শেষ হবে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হওয়ার কথা ৭-৯ ফেব্রুয়ারি। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যার অভিযোগ মামলাসহ নানা জটিলতায় সাদপন্থীরা কোণঠাসা হয়ে আছে। কাকরাইল মসজিদেও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় তাদের আয়োজনে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়া অনিশ্চিত হয়ে রয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ

 





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

নির্ধারিত সময়েই হবে বিশ্ব ইজতেমা: ঢাকা বিভাগীয় কমিশনার

আপডেটঃ ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫


টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ইজতেমা মাঠে গিয়ে প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়েই এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু করার কথাও জানান তিনি। এদিকে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের সমাধান হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইজতেমার প্রস্তুতি বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা মাঠে নামাজের কাতার, খুঁটি স্থাপন, শামিয়ানা টাঙানোসহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ যথা সময়েই ইনশাআল্লাহ শেষ হবে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হওয়ার কথা ৭-৯ ফেব্রুয়ারি। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যার অভিযোগ মামলাসহ নানা জটিলতায় সাদপন্থীরা কোণঠাসা হয়ে আছে। কাকরাইল মসজিদেও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় তাদের আয়োজনে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়া অনিশ্চিত হয়ে রয়েছে।

 

বার্তাবাজার/এস এইচ

 





Source link