চুয়াডাঙ্গা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পড়শীর স্বামীর পরিচয় জানা গেল

চুপিসারেই বিয়ে করলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছরের বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্রপ্রবাসী হামিম নীলয়কে বিয়ে করেন এই কণ্ঠশিল্পী। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

 

প্রায় এক বছর পর বিয়ের খবরটি প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন পড়শী। একই সঙ্গে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এই কণ্ঠশিল্পী। জানালেন, ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় তাদের দু‘জনের মধ্যে পরিচয় হয়।

 

এদিকে পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় এক বছর আগেই বিয়ে হয়েছে পড়শী ও নিলয়ের। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না।

স্বামীর সঙ্গে কীভাবে পরিচয় এই নিয়ে ফেসবুক পোস্টে পড়শী লিখেছেন, ‘‘আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।
porshi1

তিনি বলেন, ‘গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’

সবশেষ পড়শী বলেন, ‘সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

 

 

Powered by WooCommerce

পড়শীর স্বামীর পরিচয় জানা গেল

আপডেটঃ ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চুপিসারেই বিয়ে করলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছরের বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্রপ্রবাসী হামিম নীলয়কে বিয়ে করেন এই কণ্ঠশিল্পী। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

 

প্রায় এক বছর পর বিয়ের খবরটি প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন পড়শী। একই সঙ্গে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এই কণ্ঠশিল্পী। জানালেন, ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় তাদের দু‘জনের মধ্যে পরিচয় হয়।

 

এদিকে পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় এক বছর আগেই বিয়ে হয়েছে পড়শী ও নিলয়ের। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না।

স্বামীর সঙ্গে কীভাবে পরিচয় এই নিয়ে ফেসবুক পোস্টে পড়শী লিখেছেন, ‘‘আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।
porshi1

তিনি বলেন, ‘গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’

সবশেষ পড়শী বলেন, ‘সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।