৩৬
ভারতের মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি। গতকাল বুধবার মুম্বাইয়ের ব্যস্ততম সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে সম্প্রতি ঐশ্বরিয়ার কেনা বিলাসবহুল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস পিছন থেকে ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারে। ঐশ্বরিয়া রাইয়ের একাধিক বিলাসবহুল গাড়ি আছে। তার মধ্যে এটি ছিল তার গ্যারেজে সর্বশেষ সংযোজন। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি।
দুর্ঘটনায় ঐশ্বরিয়ার গাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার সময় অভিনেত্রী গাড়িতে ছিলেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর ভেতর থেকে বেরিয়ে এসে গাড়িটি দেখেন চালক। এ সময় আশপাশে ভিড় জমতে শুরু করলে লোকজনকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: আনন্দবাজার