চুয়াডাঙ্গা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ঝলমলে চুল পেতে ঘরেই বানান হেয়ার মাস্ক


ঈদ মানেই সাজগোজের বাড়তি যত্ন। নতুন পোশাক, নিখুঁত মেকআপের পাশাপাশি ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল চুলও আমাদের লুকের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু পার্লার বা স্যালনে হেয়ার স্পা করাতে গেলে প্রচণ্ড ভিড়, সময়ের সংকট আর কেমিক্যাল প্রোডাক্টের ব্যবহার নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তাই ঘরেই সহজ কিছু উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিলে পেতে পারেন পার্লারের মতো সুন্দর, সিল্কি ও প্রাণবন্ত চুল।

চুলের পেছনে ঈদের আগের দিন মাত্র এক থেকে দুই ঘণ্টা সময় দিলেই হবে। এর মধ্যে ঘরোয়া মাস্ক ব্যবহার এবং শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া যায়। অনেকেই হয়তো খেয়াল করেছেন, শ্যাম্পু করার ঠিক পরের দিন চুল বেশি সুন্দর ও সেট থাকে। এই ব্যাপারটিকে সৌন্দর্য দুনিয়ায় ‘সেকেন্ড হেয়ার ডে’ কনসেপ্ট বলে। ঈদের আগের দিন হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করবে এবং শ্যাম্পু ও কন্ডিশনের পর পরিষ্কার হওয়া চুলের প্রাকৃতিক তেল পুরোপুরি ফিরে আসে। ফলে ঈদের দিন চুল বেশ নরম থাকে ও সিল্কি দেখাবে। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ঘরে হাতের কাছে থাকা উপাদান দিয়ে দুইটি হেয়ার মাস্ক তৈরি করা যায়-

টক দই ও কলার হেয়ার মাস্ক

টক দই চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে চুল নরম ও উজ্জ্বল করে, আর কলা চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এজন্য লাগবে আধা কাপ টক দই, ১টি পাকা কলা। প্রথমে কলা ভালোভাবে চটকে নিন। এরপর এতে টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মাস্কটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

900 12

টক দই চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে চুল নরম ও উজ্জ্বল করে, আর কলা চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ছবি: এইচকে ভাইটালস

অ্যালোভেরা ও নারকেল তেলের হেয়ার মাস্ক

অ্যালোভেরা চুলের মসৃণতা বাড়ায় এবং চুল পড়া কমায়, আর নারকেল তেল চুলের গভীরে পুষ্টি জোগায়। ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

aloe vera overnight hair mask 17

অ্যালোভেরা চুলের মসৃণতা বাড়ায় এবং চুল পড়া কমায়, ছবি: হার জিন্দেগি

শ্যাম্পু ও কন্ডিশনারের সঠিক নিয়ম

হেয়ার মাস্ক ব্যবহারের পর চুল ধোয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:

  • সালফেট-মুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
  • শ্যাম্পু করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না, এতে চুল দুর্বল হয়ে যেতে পারে।
  • প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল নরম ও সহজে সামলানো যায়।
  • শ্যাম্পু ও কন্ডিশনার ধোয়ার পর চুল খুব জোরে ঘষে তোয়ালে দিয়ে না মুছে আলতো চেপে পানি শুষে নিন।
প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ঈদে ঝলমলে চুল পেতে ঘরেই বানান হেয়ার মাস্ক

আপডেটঃ ০৫:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫


ঈদ মানেই সাজগোজের বাড়তি যত্ন। নতুন পোশাক, নিখুঁত মেকআপের পাশাপাশি ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল চুলও আমাদের লুকের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু পার্লার বা স্যালনে হেয়ার স্পা করাতে গেলে প্রচণ্ড ভিড়, সময়ের সংকট আর কেমিক্যাল প্রোডাক্টের ব্যবহার নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তাই ঘরেই সহজ কিছু উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিলে পেতে পারেন পার্লারের মতো সুন্দর, সিল্কি ও প্রাণবন্ত চুল।

চুলের পেছনে ঈদের আগের দিন মাত্র এক থেকে দুই ঘণ্টা সময় দিলেই হবে। এর মধ্যে ঘরোয়া মাস্ক ব্যবহার এবং শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া যায়। অনেকেই হয়তো খেয়াল করেছেন, শ্যাম্পু করার ঠিক পরের দিন চুল বেশি সুন্দর ও সেট থাকে। এই ব্যাপারটিকে সৌন্দর্য দুনিয়ায় ‘সেকেন্ড হেয়ার ডে’ কনসেপ্ট বলে। ঈদের আগের দিন হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করবে এবং শ্যাম্পু ও কন্ডিশনের পর পরিষ্কার হওয়া চুলের প্রাকৃতিক তেল পুরোপুরি ফিরে আসে। ফলে ঈদের দিন চুল বেশ নরম থাকে ও সিল্কি দেখাবে। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ঘরে হাতের কাছে থাকা উপাদান দিয়ে দুইটি হেয়ার মাস্ক তৈরি করা যায়-

টক দই ও কলার হেয়ার মাস্ক

টক দই চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে চুল নরম ও উজ্জ্বল করে, আর কলা চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এজন্য লাগবে আধা কাপ টক দই, ১টি পাকা কলা। প্রথমে কলা ভালোভাবে চটকে নিন। এরপর এতে টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মাস্কটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

900 12

টক দই চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে চুল নরম ও উজ্জ্বল করে, আর কলা চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ছবি: এইচকে ভাইটালস

অ্যালোভেরা ও নারকেল তেলের হেয়ার মাস্ক

অ্যালোভেরা চুলের মসৃণতা বাড়ায় এবং চুল পড়া কমায়, আর নারকেল তেল চুলের গভীরে পুষ্টি জোগায়। ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

aloe vera overnight hair mask 17

অ্যালোভেরা চুলের মসৃণতা বাড়ায় এবং চুল পড়া কমায়, ছবি: হার জিন্দেগি

শ্যাম্পু ও কন্ডিশনারের সঠিক নিয়ম

হেয়ার মাস্ক ব্যবহারের পর চুল ধোয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:

  • সালফেট-মুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
  • শ্যাম্পু করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না, এতে চুল দুর্বল হয়ে যেতে পারে।
  • প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল নরম ও সহজে সামলানো যায়।
  • শ্যাম্পু ও কন্ডিশনার ধোয়ার পর চুল খুব জোরে ঘষে তোয়ালে দিয়ে না মুছে আলতো চেপে পানি শুষে নিন।