চুয়াডাঙ্গা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ গিফট গাইড- সবার জন্য যুতসই ঈদ উপহার কিভাবে বাছাই করবেন?

ঈদ মানেই খুশি, আনন্দ আর প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার মুহূর্ত। এই আনন্দ দ্বিগুণ করে দিতে পারে একটি সুন্দর উপহার। আর মাত্র কয়টা দিন পরে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উপহার কেনার এখনই সময়। তবে কাকে কী উপহার দেবেন, তা বাছাই করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তাই এখানে রইলো একটি গাইড যা আপনাকে সবার জন্য পারফেক্ট গিফট বেছে নিতে সাহায্য করবে-

 

পরিবারের সদস্যদের জন্য উপহার

 

বাবার জন্য: বাবাকে গিফট দেওয়ার ক্ষেত্রে সবার প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। তবে এবার এর বাইরেও চিন্তা করতে পারেন। চমৎকার একটি ঘড়ি, সুন্দর চশমার ফ্রেম, জায়নামাজ, পছন্দের বই, কাস্টমাইজড ওষুধের বক্স কিংবা পারফিউম/আতর হতে পারে বাবার জন্য দারুণ উপহার।

মায়ের জন্য: শাড়ি, গহনা তো খুব সাধারণ উপহার! এবার সময় এসেছে মাকে ভিন্ন কিছু উপহার দেওয়ার। যেমন, স্কিনকেয়ার সেট বা রান্নার কোনো নতুন সরঞ্জাম তাকে খুশি করতে পারে। কিচেন অ্যাপ্লায়েন্সের মধ্যে এয়ার ফ্রায়ার দিতে পারেন। চট-জলদি স্বাস্থ্যকর খাবার তৈরি করার জন্য এর জনপ্রিয়তা অনেক। চাইলে মায়ের জন্য কাস্টমাইজ গিফট বাস্কেট বানাতে পারেন। সেখানে থাকতে পারে তাঁর পছন্দের কিছু জিনিস বা গ্রিন টি, ড্রাই ফ্রুটস, ডার্ক চকলেট, অর্গানিক মধু, সেন্টেড ক্যান্ডেলসহ আরও অনেক কিছু।

 

ভাই-বোনের জন্য: ভাই-বোনদের জন্য বাছাই করতে পারেন তাদের পছন্দের গ্যাজেট, ফ্যাশন আইটেম। ছোট ভাই-বোনদের জন্য ষ্টেশনারী আইটেম বেশ ভালো হবে।

EKI772D4ARAG5G3AMFCX6SZOA4

মা-বাবাকে দিতে পারেন এমন কিউরেটেড উপহারের ঝুড়ি, ছবি: দ্যা ন্যাশনাল

বন্ধুবান্ধবের জন্য উপহার

বন্ধুর পছন্দ ও রুচির কথা মাথায় রেখে গিফট বাছাই করুন। যেমন- বইপ্রেমী বন্ধুর জন্য নতুন বই বা বুক মার্ক সেট, ফ্যাশনপ্রেমীদের জন্য স্টাইলিশ ঘড়ি বা জুয়েলারি, টেক-স্যাভি বন্ধুদের জন্য ব্লুটুথ স্পিকার বা স্মার্ট গ্যাজেট ইত্যাদি। চাইলে ঘর সাজানোর জন্য ডেকোরেটিভ আইটেম বা হাউজ প্ল্যান্টও উপহার দিতে পারেন প্রিয় বন্ধুকে।

 

ছোটদের জন্য ঈদের উপহার

বাচ্চারা সবসময় নতুন কিছু পেতে ভালোবাসে। তাদের যা-ই দিবেন তাতেই বেশ খুশি হয়ে যায়। ছোট্ট সোনামণিদের এই ঈদে উপহার হিসেবে দিতে পারেন খেলনা গাড়ি বা পুতুল। তবে সবচেয়ে ভালো হয় লেগো বা পাজল সেট বা ক্রিয়েটিভ আর্ট সেট দিলে। এতে খেলার সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। যেসব বাচ্চারা পড়তে পারে তাদের গল্পের বই দিতে পারেন। ছবি আঁকতে পছন্দ করে এমন বাবুদের কালারিং আর্ট বুক দেওয়া যায়।

Flowwow Card Game

ঈদ উপলক্ষে উপহার দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক, ছবি: টাইম আউট দুবাই

জীবনসঙ্গীর জন্য স্পেশাল উপহার

আপনার জীবনসঙ্গীর জন্য বিশেষ কিছু উপহারের কথা ভেবে রাখতে পারেন। যেমন- রোমান্টিক পারফিউম বা পার্সোনালাইজড গিফট। এর বাইরে একটি ভালো ডিনার আয়োজন বা শহরের বাইরে ঘুরে আসাও কিন্তু একটি দুর্দান্ত ঈদ গিফট হতে পারে।

 

 

ঈদের উপহার বাছাই করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন

  • যাকে উপহার দিচ্ছেন তার পছন্দ-অপছন্দ বিবেচনা করুন।
  • বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজে বের করুন।
  • ব্যক্তিগত স্পর্শ যোগ করতে পারসোনালাইজড গিফট বেছে নিন।
  • ব্যবহারযোগ্য এবং সময়োপযোগী কিছু দিন।
  • ঈদ উপলক্ষে উপহার দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক। তাই উপহারটি যেন আপনার অনুভূতি প্রকাশ করে, সেদিকে নজর দিন।
জনপ্রিয়

Powered by WooCommerce

ঈদ গিফট গাইড- সবার জন্য যুতসই ঈদ উপহার কিভাবে বাছাই করবেন?

আপডেটঃ ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ঈদ মানেই খুশি, আনন্দ আর প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার মুহূর্ত। এই আনন্দ দ্বিগুণ করে দিতে পারে একটি সুন্দর উপহার। আর মাত্র কয়টা দিন পরে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উপহার কেনার এখনই সময়। তবে কাকে কী উপহার দেবেন, তা বাছাই করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তাই এখানে রইলো একটি গাইড যা আপনাকে সবার জন্য পারফেক্ট গিফট বেছে নিতে সাহায্য করবে-

 

পরিবারের সদস্যদের জন্য উপহার

 

বাবার জন্য: বাবাকে গিফট দেওয়ার ক্ষেত্রে সবার প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। তবে এবার এর বাইরেও চিন্তা করতে পারেন। চমৎকার একটি ঘড়ি, সুন্দর চশমার ফ্রেম, জায়নামাজ, পছন্দের বই, কাস্টমাইজড ওষুধের বক্স কিংবা পারফিউম/আতর হতে পারে বাবার জন্য দারুণ উপহার।

মায়ের জন্য: শাড়ি, গহনা তো খুব সাধারণ উপহার! এবার সময় এসেছে মাকে ভিন্ন কিছু উপহার দেওয়ার। যেমন, স্কিনকেয়ার সেট বা রান্নার কোনো নতুন সরঞ্জাম তাকে খুশি করতে পারে। কিচেন অ্যাপ্লায়েন্সের মধ্যে এয়ার ফ্রায়ার দিতে পারেন। চট-জলদি স্বাস্থ্যকর খাবার তৈরি করার জন্য এর জনপ্রিয়তা অনেক। চাইলে মায়ের জন্য কাস্টমাইজ গিফট বাস্কেট বানাতে পারেন। সেখানে থাকতে পারে তাঁর পছন্দের কিছু জিনিস বা গ্রিন টি, ড্রাই ফ্রুটস, ডার্ক চকলেট, অর্গানিক মধু, সেন্টেড ক্যান্ডেলসহ আরও অনেক কিছু।

 

ভাই-বোনের জন্য: ভাই-বোনদের জন্য বাছাই করতে পারেন তাদের পছন্দের গ্যাজেট, ফ্যাশন আইটেম। ছোট ভাই-বোনদের জন্য ষ্টেশনারী আইটেম বেশ ভালো হবে।

EKI772D4ARAG5G3AMFCX6SZOA4

মা-বাবাকে দিতে পারেন এমন কিউরেটেড উপহারের ঝুড়ি, ছবি: দ্যা ন্যাশনাল

বন্ধুবান্ধবের জন্য উপহার

বন্ধুর পছন্দ ও রুচির কথা মাথায় রেখে গিফট বাছাই করুন। যেমন- বইপ্রেমী বন্ধুর জন্য নতুন বই বা বুক মার্ক সেট, ফ্যাশনপ্রেমীদের জন্য স্টাইলিশ ঘড়ি বা জুয়েলারি, টেক-স্যাভি বন্ধুদের জন্য ব্লুটুথ স্পিকার বা স্মার্ট গ্যাজেট ইত্যাদি। চাইলে ঘর সাজানোর জন্য ডেকোরেটিভ আইটেম বা হাউজ প্ল্যান্টও উপহার দিতে পারেন প্রিয় বন্ধুকে।

 

ছোটদের জন্য ঈদের উপহার

বাচ্চারা সবসময় নতুন কিছু পেতে ভালোবাসে। তাদের যা-ই দিবেন তাতেই বেশ খুশি হয়ে যায়। ছোট্ট সোনামণিদের এই ঈদে উপহার হিসেবে দিতে পারেন খেলনা গাড়ি বা পুতুল। তবে সবচেয়ে ভালো হয় লেগো বা পাজল সেট বা ক্রিয়েটিভ আর্ট সেট দিলে। এতে খেলার সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। যেসব বাচ্চারা পড়তে পারে তাদের গল্পের বই দিতে পারেন। ছবি আঁকতে পছন্দ করে এমন বাবুদের কালারিং আর্ট বুক দেওয়া যায়।

Flowwow Card Game

ঈদ উপলক্ষে উপহার দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক, ছবি: টাইম আউট দুবাই

জীবনসঙ্গীর জন্য স্পেশাল উপহার

আপনার জীবনসঙ্গীর জন্য বিশেষ কিছু উপহারের কথা ভেবে রাখতে পারেন। যেমন- রোমান্টিক পারফিউম বা পার্সোনালাইজড গিফট। এর বাইরে একটি ভালো ডিনার আয়োজন বা শহরের বাইরে ঘুরে আসাও কিন্তু একটি দুর্দান্ত ঈদ গিফট হতে পারে।

 

 

ঈদের উপহার বাছাই করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন

  • যাকে উপহার দিচ্ছেন তার পছন্দ-অপছন্দ বিবেচনা করুন।
  • বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজে বের করুন।
  • ব্যক্তিগত স্পর্শ যোগ করতে পারসোনালাইজড গিফট বেছে নিন।
  • ব্যবহারযোগ্য এবং সময়োপযোগী কিছু দিন।
  • ঈদ উপলক্ষে উপহার দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক। তাই উপহারটি যেন আপনার অনুভূতি প্রকাশ করে, সেদিকে নজর দিন।