১৪
দুই দশক আগে ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। তখন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। সুপার হিরোর তকমা পেয়েছিলেন অভিনেতা হৃতিক রোশান। তবে কৃশ-৪ নিয়ে বাঁধতে থাকে বিপত্তি।
দীর্ঘদিন ধরে আলোচনায় আছে এই ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ছবি। সম্প্রতি সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল ছবিটি নির্মাণ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন পরিচালক ও প্রযোজক।
‘কৃশ ৪’ পরিচালনের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন হৃতিকের বাবা ও নির্মাতা রাকেশ রোশন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাকেশ রোশন লিখেছেন, ‘ডুগু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ আবার ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি। ‘কৃশ ৪’-কে এগিয়ে নেওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদ, নতুন কাজে তোমাদের সাফল্য কামনা করছি!’
সম্প্রতি এক গণমাধ্যকে তিনি বলেন, ‘আমি আমার ছেলে হৃতিক রোশনের হাতে ‘কৃশ ৪’-এর পরিচালক হওয়ার দায়িত্ব অর্পণ করছি। সে ফ্র্যাঞ্চাইজিটির শুরু থেকে সে আমার সাথে আছেন, শ্বাস নিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন। পরবর্তী দশকগুলোতে দর্শকদের সাথে কৃশের যাত্রা এগিয়ে নেওয়ার জন্য হৃতিকের ইচ্ছা রয়েছে।’ ‘কৃশ ৪’ বর্তমানে প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।
সূত্র: কইমই