৬
গত দেড় দশকের দুর্নীতি ও অনিয়মের কারণে ৬টি বেসরকারি ব্যাংকের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংক ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়ে এখনো টিকেয়ে রেখেছে। ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এ ব্যাংকগুলোর আমানত ভাণ্ডার তুলনামূলক ছোট হওয়ায় এগুলো বড় দুর্নীতির ধাক্কা সামলাতে পারছে না। ঝুঁকিতে থাকা ব্যাংকগুলো এখনো আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের যুগ্ম পরিচালক আকতার হোসেন হ্যালো বাংলাদেশকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক এ ৬টি ব্যাংকের পুনরুদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছে। ঋণ কার্যক্রম স্থগিত থাকায় এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বেশ বিঘ্নিত হচ্ছে। আমানত উত্তোলন পরিচালনার জন্য এগুলো কেন্দ্রীয় ব্যাংকের অর্থের ওপর নির্ভর করছে, কারণ এ ব্যাংকগুলো এখনো গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে পারেনি।
জানা গেছে, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর মধ্যে ৫টি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে আলোচিত। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়। এরপরও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হতে সময় লাগছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম ব্যাংকটির আমানতের ৮০ শতাংশ বেনিফিশিয়ারি।
ব্যাংকটির নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান দুর্নীতির মাত্রা ব্যাখ্যা করে হ্যালো বাংলাদেশকে বলেন, যে ঋণগ্রহীতা ১০০ টাকা পরিশোধের সক্ষমতা রাখেন না, তাকেই ৩০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, এসব ঋণগ্রহীতাদের অনেকেরই অস্তিত্ব নেই, কারণ একই গোষ্ঠী একাধিক ভুয়া পরিচয়ে ঋণ নিয়েছিল।
ব্যাংকটি বর্তমানে নতুন আমানত সংগ্রহের মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ব্যাংকটি এখনো তারল্য সহায়তা গ্রহণ করে টিকে আছে।
কেন্দ্রীয় ব্যাংক গত সাত মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সাড়ে ছয় হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংককে দেওয়া হয় ৫ হাজার কোটি টাকা, ইউনিয়ন ব্যাংককে ২ হাজার কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংককে ২০০ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংককে ১০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়।
গত ১৫ বছর ধরে সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল ব্যাংকও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে লড়াই করছে। দীর্ঘদিন ধরে লুটপাট চলতে থাকলেও অতীতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীকালে নতুন সরকারের আমলে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংকটি সিকদার পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়। তবে, ততদিনে সংকট অনেক গভীর হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির মোট আমানত ৩৫ হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে, যা গত বছর ৪০ হাজার কোটি টাকার বেশি ছিল।
তারল্য সংকটের চাপের মধ্যে পড়ে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছেন, এবং ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায়, আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা হতাশ হয়ে পদত্যাগের কথা ভাবছেন।
পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর আব্দুল আউয়াল মিন্টুকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটি পুনরুদ্ধারের চেষ্টা চালালেও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিধিনিষেধের কারণে নগদ প্রবাহ বৃদ্ধি করা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কমার্স ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটি থেকে বিভিন্নভাবে প্রায় ৬১০ কোটি টাকা ধার নেয় এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। কিন্তু ওই টাকা ফেরত পাচ্ছে না। এর ফলে তারল্যসংকটে ভুগছে কমার্স ব্যাংক।
গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে পি কে হালদার বিভিন্ন নামে টাকা বের করে নেওয়ার পর ব্যাংকটি আর খুব একটা ঋণ বিতরণ করেনি। বছরের পর বছর এসব ঋণের কোনো আদায় নেই। প্রতিবছর সুদযুক্ত হয়ে তা শুধু বাড়ছে। গত বছর শেষে ব্যাংকটির ঋণ ছিল ১৩ হাজার ১৪১ কোটি টাকা। ব্যাংকটির মূলধন ঘাটতি ৫৩৫ কোটি টাকা।
ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে যত ঋণ বিতরণ করেছে, তার সিংহভাগই খেলাপি বা অনিয়মযোগ্য। ঋণের টাকা আদায় না হওয়ায় ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা চলতি হিসাবে ঘাটতি হয়েছে। ব্যাংকটির সিআরআরসহ ঘাটতি ছিল ২ হাজার ৮৫০ কোটি টাকা।
সম্প্রতি এক অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কিছু ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। কিছু ক্ষেত্রে, ব্যাংকের ৮৭ শতাংশ আমানত মাত্র একটি পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ৬টি ব্যাংকের মধ্যে ৫টি আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এসব ব্যাংকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ এগুলোর ৮০ শতাংশেরও বেশি আমানত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়িক গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত ছিল।