চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হাসিফুড বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গায় এ অভিযান চালানো হয়। এ সময় হাসিফুড বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ের নিয়মিত পরিদর্শন হিসেবে বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার নঈর রহমান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসকে নিয়ে কার্পাসডাঙ্গা এলাকার বিভিন্ন ফুড বেকারিতে অভিযান চালান।
এ সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার হাসিফুড বেকারির বিএসটিআইয়ের লাইসেন্সসহ বৈধ কোনো কাগজপত্র না থাকার অপরাধে এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে সব বৈধ কাগজপত্র করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।