চুয়াডাঙ্গা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বামীর ইটের আঘাতে প্রাণ গেল স্ত্রীর

ঝিনাইদহ শহরের আরাপপুরে নেশাগ্রস্ত রিক্সাচালক স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী জহুরুল ইসলাম।

 

প্রতিবেশীরা জানায়, দুপুরে রিক্সা চালক জহুরুল ইসলাম বাড়িতে এসে স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। সেসময় সীমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় জহরুল ইসলাম। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সীমা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিলো। যে কারনে তার মৃত্যু হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহরুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ঝিনাইদহে স্বামীর ইটের আঘাতে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশ : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

ঝিনাইদহ শহরের আরাপপুরে নেশাগ্রস্ত রিক্সাচালক স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী জহুরুল ইসলাম।

 

প্রতিবেশীরা জানায়, দুপুরে রিক্সা চালক জহুরুল ইসলাম বাড়িতে এসে স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। সেসময় সীমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় জহরুল ইসলাম। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সীমা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিলো। যে কারনে তার মৃত্যু হয়েছে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহরুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।