চুয়াডাঙ্গা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে পতাকা বৈঠক, কারাভোগ শেষে এক ভারতীয় ফেরত

দর্শনা সীমান্তে বিজিবি–বি এস এফ পতাকা বৈঠকের পর এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে কারাভোগ শেষে তাকে বি এস এফ এর কাছে হস্তান্তর করা হয়।

 

দর্শনা ইমিগ্রেশন ওসি মোঃ নাইম আহম্মেদ জানান ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার সরকার গ্রামের ইসমাইল শেখের ছেলে আরাফাত শেখ (২৮) অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ জেল হাজতে পাঠায়।

 

 

অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে সাজার মেয়াদ শেষে ঐদিন (আজ) বেলা দেড়টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে পতাকা বৈঠক হয়। পরে দু দেশের থানা পুলিশ এবং চেকপোস্ট বিজিবি কমান্ডার আঃ জলিল ও বি এস এফের গেদে ক্যাম্প কমান্ডার শ্রী মহেষ পোদ্দার এর কাছে  আরাফাত শেখকে হস্তান্তর করেন।

জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দর্শনা সীমান্তে পতাকা বৈঠক, কারাভোগ শেষে এক ভারতীয় ফেরত

প্রকাশ : ০৪:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

দর্শনা সীমান্তে বিজিবি–বি এস এফ পতাকা বৈঠকের পর এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে কারাভোগ শেষে তাকে বি এস এফ এর কাছে হস্তান্তর করা হয়।

 

দর্শনা ইমিগ্রেশন ওসি মোঃ নাইম আহম্মেদ জানান ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার সরকার গ্রামের ইসমাইল শেখের ছেলে আরাফাত শেখ (২৮) অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ জেল হাজতে পাঠায়।

 

 

অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে সাজার মেয়াদ শেষে ঐদিন (আজ) বেলা দেড়টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে পতাকা বৈঠক হয়। পরে দু দেশের থানা পুলিশ এবং চেকপোস্ট বিজিবি কমান্ডার আঃ জলিল ও বি এস এফের গেদে ক্যাম্প কমান্ডার শ্রী মহেষ পোদ্দার এর কাছে  আরাফাত শেখকে হস্তান্তর করেন।