গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় সৈয়দ নাইম সরকার (৩০) ও তার স্ত্রী শরিফা বেগম (২৫) আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসান নয়ন (৪২) জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ও চক ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এবং নিহত নাহিদ (৮) মেহেদী হাসান নয়নের ছেলে।
জানা গেছে, নিহত মেহেদী হাসান নয়ন গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে ঈদ করতে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যান। এ ছাড়া আহত নাহিদের অবস্থার অবনতি হলে তাকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় নাহিদ মারা যায়।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।