দামুড়হুদায় ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলা বিপিএম(সেবা)। বুধবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবিরের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলা বিপিএম সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জণগণের টাকায় পুলিশের বেতন হয়, তাই জণগণকে সম্মান দিয়ে মানবিক আচরণ করতে হবে পুলিশ কে। থানায় এসে যদি কোনো প্রকার হয়রানির অভিযোগ উঠে কোনো পুলিশ সদস্যর বিরুদ্ধে তার দায় নেয়া হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক অপারেশন হিমেল, চুয়াডাঙ্গা জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমীর মাও আজিজুল রহমান, দামুড়হুদা উপজেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আঃগফুর, সহকারী সেক্রেটারী আবেদ উদ দৌলা লিটন, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া,