চুয়াডাঙ্গা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু হচ্ছে: ইউনিসেফ


প্রায় দুই মাস আগে থেকে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)-র হামলায় ২শ’ এরও বেশি শিশু নিহত হয়েছে। এছাড়া এ যুদ্ধে আহত হয়েছে ১ হাজার ৩৩০ জনের বেশি শিশু। ইউনিসেফের মতে, ইসরায়েল লেবাননে হামলা জোরদার করার পর থেকে দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু হচ্ছে। মঙ্গলবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতিসংঘের শিশু–বিষয়ক সংস্থা ইউনিফ। সংস্থাটির মুখপাত্র জেমস এল্ডর বলেন, লেবাননে ২শ’ এর বেশি শিশু নিহত হওয়ার পরও এ সহিংসতা বন্ধে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অনেক শিশু আহত এবং ট্রমাটাইজ হয়েছে।

তিনি বলেন, লেবাননের শিশুদের গাজার মত ভয়ংকর অবস্থা হওয়ায় শঙ্কা থাকা সত্ত্বেও প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছে। লেবাননের শিশুদের জন্য সবার নীরবতা ভয়াবহ স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

তিনি গত ১০ দিনেই লেবাননে ইসরায়েলি হামলার তালিকা তুলে ধরেন যেখানে পরিবারের সাথে থাকা বেশিরভাগ শিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা লেবাননের শিশুদের সাথে এবং গাজার শিশুদের সাথে যা ঘটছে, তার মধ্যে “শীতল মিল” বলে উল্লেখ করেছেন।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব প্রতিরোধ করা বড় চ্যালেঞ্জ: উপদেষ্টা নাহিদ

avashnews

Powered by WooCommerce

ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু হচ্ছে: ইউনিসেফ

আপডেটঃ ০৮:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪


প্রায় দুই মাস আগে থেকে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)-র হামলায় ২শ’ এরও বেশি শিশু নিহত হয়েছে। এছাড়া এ যুদ্ধে আহত হয়েছে ১ হাজার ৩৩০ জনের বেশি শিশু। ইউনিসেফের মতে, ইসরায়েল লেবাননে হামলা জোরদার করার পর থেকে দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু হচ্ছে। মঙ্গলবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতিসংঘের শিশু–বিষয়ক সংস্থা ইউনিফ। সংস্থাটির মুখপাত্র জেমস এল্ডর বলেন, লেবাননে ২শ’ এর বেশি শিশু নিহত হওয়ার পরও এ সহিংসতা বন্ধে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অনেক শিশু আহত এবং ট্রমাটাইজ হয়েছে।

তিনি বলেন, লেবাননের শিশুদের গাজার মত ভয়ংকর অবস্থা হওয়ায় শঙ্কা থাকা সত্ত্বেও প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছে। লেবাননের শিশুদের জন্য সবার নীরবতা ভয়াবহ স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

তিনি গত ১০ দিনেই লেবাননে ইসরায়েলি হামলার তালিকা তুলে ধরেন যেখানে পরিবারের সাথে থাকা বেশিরভাগ শিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা লেবাননের শিশুদের সাথে এবং গাজার শিশুদের সাথে যা ঘটছে, তার মধ্যে “শীতল মিল” বলে উল্লেখ করেছেন।



সুত্র লিংক