চুয়াডাঙ্গা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ডাক’-এ আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুমিনুল


ক্যারিয়ার শুরুতে দারুণ ব্যাটিং করে মুগ্ধতা ছড়িয়ে ‘লিটল ব্র্যাডম্যান’ উপাধি পাওয়া মুমিনুল হক এখন ধুঁকছেন। মাঝে বাদ পড়ার পর আবারও দলে ফিরে রান পাচ্ছেন বটে তবে এখনও ধারাবাহিতক হতে পারেননি। আর এই মাঝেই এবার মুমিনুল গড়ে ফেলেছেন বিব্রতকর এক রেকর্ড। যেই রেকর্ডে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার।

জ্যামাইকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল। ৬ বল খেলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ ‍তুলে দেন মুমিনুল। আর তাতেই হয় বিব্রতকর রেকর্ড।

মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৬১টি টেস্টে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। অন্যদিকে ৬৯তম টেস্টে ১৭বার শূন্য রানে আউট হলেন মুমিনুল।

তালিকায় পরের দুটি নাম অবশ্য স্বীকৃত ব্যাটারের নয়, ১৩ বার টেস্টে শূন্য–তে আউট হন পেসার খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। সমান সংখ্যকবার ডাক মেরেছেন মুশফিকুর রহিমও।

মুমিনুলের আউটের পর বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১০ রানে হারিয়ে বসেছিল ২ উইকেট। এরপর অবশ্য স্কোরবোর্ডে স্বস্তি আসে সাদমানের ফিফটিতে। এর পেছনে অবশ্য কৃতিত্ব আছে স্বাগতিক উইন্ডিজদের ফিল্ডারদের। ৩০ ওভারের প্রথমদিনে, তিনটি ক্যাচ ছেড়েছে তারা। এর মধ্যে দুটি সাদমানের, আরেকটি অপর অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর (১২)। প্রথম দিন শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান।

একই দিন রেকর্ড গড়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। এতদিন রেকর্ডটি ছিল সাবেক কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের দখলে। ২০১৪ সালের ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলা একটি টেস্টও মিস করেননি ব্রাফেট।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

‘ডাক’-এ আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুমিনুল

আপডেটঃ ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪


ক্যারিয়ার শুরুতে দারুণ ব্যাটিং করে মুগ্ধতা ছড়িয়ে ‘লিটল ব্র্যাডম্যান’ উপাধি পাওয়া মুমিনুল হক এখন ধুঁকছেন। মাঝে বাদ পড়ার পর আবারও দলে ফিরে রান পাচ্ছেন বটে তবে এখনও ধারাবাহিতক হতে পারেননি। আর এই মাঝেই এবার মুমিনুল গড়ে ফেলেছেন বিব্রতকর এক রেকর্ড। যেই রেকর্ডে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার।

জ্যামাইকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল। ৬ বল খেলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ ‍তুলে দেন মুমিনুল। আর তাতেই হয় বিব্রতকর রেকর্ড।

মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৬১টি টেস্টে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। অন্যদিকে ৬৯তম টেস্টে ১৭বার শূন্য রানে আউট হলেন মুমিনুল।

তালিকায় পরের দুটি নাম অবশ্য স্বীকৃত ব্যাটারের নয়, ১৩ বার টেস্টে শূন্য–তে আউট হন পেসার খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। সমান সংখ্যকবার ডাক মেরেছেন মুশফিকুর রহিমও।

মুমিনুলের আউটের পর বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১০ রানে হারিয়ে বসেছিল ২ উইকেট। এরপর অবশ্য স্কোরবোর্ডে স্বস্তি আসে সাদমানের ফিফটিতে। এর পেছনে অবশ্য কৃতিত্ব আছে স্বাগতিক উইন্ডিজদের ফিল্ডারদের। ৩০ ওভারের প্রথমদিনে, তিনটি ক্যাচ ছেড়েছে তারা। এর মধ্যে দুটি সাদমানের, আরেকটি অপর অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর (১২)। প্রথম দিন শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান।

একই দিন রেকর্ড গড়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। এতদিন রেকর্ডটি ছিল সাবেক কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের দখলে। ২০১৪ সালের ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলা একটি টেস্টও মিস করেননি ব্রাফেট।



Source link