পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদ-উল-ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে স্বাভাবিক ভাবে। তবে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম। বন্দরে পণ্য লোডের চেয়ে ভারতীয় ট্রাকের পণ্য আনলোডের সংখ্যা বেশি।
অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানি করা পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘণ্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করে থাকেন।
এদিকে লম্বা ছুটিতে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বলে জানা গেছে। এসব পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে ভয়াবহ যানজট ও পণ্যজট দেখা দিতে পারে বলে আশঙ্কা বন্দর সংশ্লিষ্টদের।
লম্বা ছুটির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। বেনাপোল বন্দর থেকে দ্রুত পণ্য খালাস কার্যক্রম অব্যাহত রাখলে এ যানজট কমবে ও শিল্প কলকারখানা কাঁচামাল সরবরাহ পাবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী সমকালকে বলেন, রপ্তানি পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ৬০০টি ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। বনগাঁ পৌরসভা ঠিকমতো স্লট বুকিং দিচ্ছে না, তাই বাইরের ট্রাকগুলো আসতেও পারছে না। বেনাপোল বন্দরে বেশি বেশি পণ্য রপ্তানি করতে না পারলে বনগাঁ পৌরসভা স্লট বুকিং প্রক্রিয়া সহজ করছে না।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে সোমবার সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কাস্টম ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। এরপর বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলি মোল্লাহ বলেন, সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০টি আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিনটি রপ্তানি পণ্যবাহী বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশ করেছে।