চুয়াডাঙ্গা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ

ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করছে না সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল। বর্তমানে সেখান থেকে বেরিয়ে এসেছে সরকার। এখন মূল্যস্ফীতির হার ১১ থেকে ১২ শতাংশ। কিন্তু অন্য সময় হলে তা ৯ শতাংশ দেখানো হতো। শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংক অ্যালমানাক প্রকাশনা অনুষ্ঠানে এ কথান বলেন তিনি।

 

অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজারে অনেক সমস্যা রয়েছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেকে দায়ী। এক্ষেত্রে আগের নিয়ন্ত্রক সংস্থারও দায় রয়েছে। তিনি আরও বলেন, অর্থনীতির বেশ কিছু খাত নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্য তুলে ধরতে হবে। এ সময় আর্থিক খাতগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ বাড়াতে হবে। আর মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে হবে। এই মুহুর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল করতে বিনিয়োগ বেগবান করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

 

অর্থ মন্ত্রলায়ের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আর্থিক খাতে এর সুফল পাওয়া যাবে।

Source link

avashnews

দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি 

avashnews

Powered by WooCommerce

ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করছে না সরকার: অর্থ উপদেষ্টা

আপডেটঃ ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল। বর্তমানে সেখান থেকে বেরিয়ে এসেছে সরকার। এখন মূল্যস্ফীতির হার ১১ থেকে ১২ শতাংশ। কিন্তু অন্য সময় হলে তা ৯ শতাংশ দেখানো হতো। শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংক অ্যালমানাক প্রকাশনা অনুষ্ঠানে এ কথান বলেন তিনি।

 

অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজারে অনেক সমস্যা রয়েছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেকে দায়ী। এক্ষেত্রে আগের নিয়ন্ত্রক সংস্থারও দায় রয়েছে। তিনি আরও বলেন, অর্থনীতির বেশ কিছু খাত নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্য তুলে ধরতে হবে। এ সময় আর্থিক খাতগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ বাড়াতে হবে। আর মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে হবে। এই মুহুর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল করতে বিনিয়োগ বেগবান করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

 

অর্থ মন্ত্রলায়ের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আর্থিক খাতে এর সুফল পাওয়া যাবে।

Source link