জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন সঙ্গিনী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। বছরের শুরুতেই এ সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত-অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে।
তাহসান নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন।
ঠিক চুপিসারে নয়। বিয়ে করার ঠিক পরেই সুসংবাদটি জানাতে পিছপা হননি তাহসান। আদতে কোনো রকমের পূর্ভাবাস ও গুঞ্জন না থাকায় ভক্তরাও রীতিমতো অবাক বনে গেছেন। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না; তাই বলে অনুরাগীদের এভাবে চমকে দেবেন তাহসান?
একেতো, ভক্তরা যেমন অবাক তেমনি উচ্ছসিত ও আনন্দিত বটে। প্রাক্তন স্ত্রী মিথিলা যখন তাহসানকে ছেড়ে চলে যান, তখন তাহসানের অনুরাগীরাও বিষয়টি ভালোভাবে নেননি; তারাও আশাহত হন তাহসানের সংসার ভেঙে যাওয়াতে।
শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে। ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভাসাচ্ছেন।
তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।
তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীতযাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত।
এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসা