চুয়াডাঙ্গা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকনের ৭৬ জনের নামে মামলা


ইসকনের ৭৬ জন সদস্যের বিরুদ্ধে তিনটি আলাদা মামলা দায়ের করেছে পুলিশ। চট্টগ্রামের আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলা তিনটি দায়ের হয়েছে।

 

এ মামলাগুলিতে ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। যারা আদালত প্রাঙ্গণে হামলায় অংশ নিয়েছিল। এছাড়া অজ্ঞাত আরও ৬শ থেকে ৭শ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন ও কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩শ জনকে আসামি করা হয়েছে।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

 

জানা গেছে, চট্টগ্রামের ওই ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

 

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়ায় ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামিন নামঞ্জুরের বিরুদ্ধে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে তীব্র প্রতিবাদ জানায় ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তারা।

Source link

Powered by WooCommerce

ইসকনের ৭৬ জনের নামে মামলা

আপডেটঃ ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪


ইসকনের ৭৬ জন সদস্যের বিরুদ্ধে তিনটি আলাদা মামলা দায়ের করেছে পুলিশ। চট্টগ্রামের আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলা তিনটি দায়ের হয়েছে।

 

এ মামলাগুলিতে ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। যারা আদালত প্রাঙ্গণে হামলায় অংশ নিয়েছিল। এছাড়া অজ্ঞাত আরও ৬শ থেকে ৭শ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন ও কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩শ জনকে আসামি করা হয়েছে।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

 

জানা গেছে, চট্টগ্রামের ওই ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

 

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়ায় ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামিন নামঞ্জুরের বিরুদ্ধে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে তীব্র প্রতিবাদ জানায় ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তারা।

Source link