চুয়াডাঙ্গা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত, আহত ২

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় রুমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এসময় নিহতের স্বামী রবিউল ইসলাম ও মেয়ে রাহি খাতুন আহত হয়েছে।

 

বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মাস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা একই উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শৈলকুপার একটি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌচ্ছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুমা খাতুনের মৃত্যু হয় এবং আহত হয় নিহতের স্বামী ও মেয়ে। এসময় স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার হেলপার পালিয়ে গেছেন।

Powered by WooCommerce

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত, আহত ২

আপডেটঃ ০৪:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় রুমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এসময় নিহতের স্বামী রবিউল ইসলাম ও মেয়ে রাহি খাতুন আহত হয়েছে।

 

বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মাস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা একই উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শৈলকুপার একটি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌচ্ছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুমা খাতুনের মৃত্যু হয় এবং আহত হয় নিহতের স্বামী ও মেয়ে। এসময় স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার হেলপার পালিয়ে গেছেন।