মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে দুই ভাই রফিকুল ও আবুজেলের হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ( ২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট কাজী শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে হালিম, আছেল হালসানের ছেলে আতিবার, মৃত আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন, নজীর আলীর ছেলে শরিফুল ইসলাম, দাবির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন, নবীর উদ্দিনের ছেলে দবির উদ্দিন, আফুল উদ্দিনের ছেলে আজিজুল হক, মৃত দবীরউদ্দিনের ছেলে ফরিদ হোসেন এবং মুনছারের ছেলে মনি।
এদিকে রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত স্বজনদের আহাজারিতে আদালত প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ জুন গাংনী উপজেলার কাজীপুর গ্রামে দুই ভাই রফিকুল ও আবুজেলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের বোন জরিনা বেগম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার তদন্ত এবং ১৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ৯ জনের ফাঁসির আদেশ দেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী থানার এস আই আসাদুজ্জামান।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এপিপি কাজী শহীদ জানান, এটা একটা লমহর্ষ ঘটনা। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য দিয়ে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। ন্যায় বিচারে আদালত ৯ জন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এ ধরনের রায় একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা এ রায়ে সন্তুষ্ট।
আসামিপক্ষে অ্যাড. একেএম শফিকুল আলম জানান, আমরা এ রায়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। আমরা সঠিক বিচার পাইনি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।