চুয়াডাঙ্গা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাসায় ফিরলেন মির্জা ফখরুল – hellobd.news


শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর ১টার দিকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম। বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন তিনি। এর আগে রোববার (২ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরদিন শায়রুল কবির খান জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব করছিলেন মির্জা ফখরুল। পরে রোববার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।


প্রসংঙ্গ :

Powered by WooCommerce

বাসায় ফিরলেন মির্জা ফখরুল – hellobd.news

আপডেটঃ ০৭:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫


শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর ১টার দিকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম। বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন তিনি। এর আগে রোববার (২ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরদিন শায়রুল কবির খান জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব করছিলেন মির্জা ফখরুল। পরে রোববার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।