চুয়াডাঙ্গা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন ইস্যুতে দেশী-বিদেশী ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশী-বিদেশী ইন্ধন থাকতে পারে। দেশের দু’য়েকটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও থাকতে পারে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের স আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

 

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।

 

তিনি বলেন, ‘আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে; আরো হবে। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
উপদেষ্টা বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।’

 

‘সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় নিরীহ কেউ যাতে হয়রানি না হন, সেজন্য আমরা একটি কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করেন, তাদের ধরিয়ে দিন।

 

এর আগে, সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্টা।

সূত্র : ইউএনবি

Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ইসকন ইস্যুতে দেশী-বিদেশী ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটঃ ০৭:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশী-বিদেশী ইন্ধন থাকতে পারে। দেশের দু’য়েকটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও থাকতে পারে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের স আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

 

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।

 

তিনি বলেন, ‘আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে; আরো হবে। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
উপদেষ্টা বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।’

 

‘সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় নিরীহ কেউ যাতে হয়রানি না হন, সেজন্য আমরা একটি কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করেন, তাদের ধরিয়ে দিন।

 

এর আগে, সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্টা।

সূত্র : ইউএনবি

Source link