চুয়াডাঙ্গা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম


দেশের বাজারে আবারও সোনার দামে বড় লাফ। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এতদিন এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা বিক্রি হয়ে আসছিল।

গতকাল রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সোনার নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতদিন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে তিন হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রথমবারের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৪ দশমিক ৮৬ ডলার স্পর্শ করার পর বর্তমানে তা অবস্থান করছে ২ হাজার ৯৯৭ দশমিক ৭৫ ডলারে।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

আপডেটঃ ০৭:০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫


দেশের বাজারে আবারও সোনার দামে বড় লাফ। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এতদিন এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা বিক্রি হয়ে আসছিল।

গতকাল রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সোনার নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতদিন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে তিন হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রথমবারের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৪ দশমিক ৮৬ ডলার স্পর্শ করার পর বর্তমানে তা অবস্থান করছে ২ হাজার ৯৯৭ দশমিক ৭৫ ডলারে।



Source link