চুয়াডাঙ্গা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি DC Office Job Circular 2025 ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ CS Munshiganj Job circular 2025 রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে আবাসিক হোটেলে আটকে রেখে পালাক্রমে সারারাত ধর্ষণ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি BBAL Job Circular 2025 যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রেস সচিব রাঙ্গামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি RMMC Job Circular 2025 রেললাইন থেকে জনগণই তুলে দেবে তিতুমীর শিক্ষার্থীদের দেশ পরিচালনার জন্য মানুষ নতুন নেতৃত্ব দেখতে চাই – অ্যাড.হেলাল

ভিডিও কলে সাড়া দিয়ে ২ লাখ টাকা হারালেন বৃদ্ধ

তথ্যপ্রযুক্তির বিকাশ মানুষের দৈনন্দিন জীবন প্রণালী অনেকটাই সহজ করে দিয়েছে। তেমনইভাবে প্রযুক্তির কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। বিশেষ করে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ঘটনাও বেড়েছে। সাইবার বুলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতারণা, হ্যাকিং, ক্লোনিংসহ নতুন নতুন অপরাধের ঘটনা ঘটছে। অনেকে হয়রানি বা প্রতারণার মুখোমুখি হতে হচ্ছেন।

 

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সাড়া দিয়ে ১ লাখ ৯৪ হাজার টাকা হারালেন বেঙ্গালুরুর এক বৃদ্ধ। গত ৩০ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল পান ৬৮ বছরের ওই বৃদ্ধ। দেখা যায়, ফোনের ওপারে থাকা ব্যক্তি একটি থানায় বসে রয়েছেন। নিজেকে মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের অফিসার বলে পরিচয় দেন প্রতারক। তারপর তাকে জানান, তিনি ব্যবসায়ী নরেশ গোয়েলের অর্থ জালিয়াতির মামলার একজন অভিযুক্ত। এরপর প্রায় একসপ্তাহ ওই ব্যক্তিকে ডিজিটাল গ্রেপ্তার করে রাখেন অভিযুক্ত। তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ জেনে নিয়ে হাতিয়ে নেন ১ লাখ ৯৪ হাজার টাকা।

 

প্রাথমিক ভাবে বুঝতে না পারলেও পরে বিষয়টি ধরতে পারেন বৃদ্ধ। বুঝতে পারেন তাকে ঠকানো হয়েছে। দ্রুত বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন। তবে ওই বৃদ্ধ একাই নয় সম্প্রতি এই ধরনের সাইবার অপরাধের ঘটনা বারবার ঘটছে। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে একটি ভুয়া অ্যাপ ডাউনলোড করে ৪ কোটিরও বেশি টাকা হারিয়েছেন কেরলের এক ব্যক্তি।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তারপরই সিবিআইয়ের কর্মকর্তারা রীতিমতো অবাক হয়ে যান। জানা যায়, একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই ধরনের প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে নজর রাখছে সিবিআই।

প্রসংঙ্গ :
জনপ্রিয়
avashnews

ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি DC Office Job Circular 2025

avashnews

Powered by WooCommerce

ভিডিও কলে সাড়া দিয়ে ২ লাখ টাকা হারালেন বৃদ্ধ

আপডেটঃ ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

তথ্যপ্রযুক্তির বিকাশ মানুষের দৈনন্দিন জীবন প্রণালী অনেকটাই সহজ করে দিয়েছে। তেমনইভাবে প্রযুক্তির কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। বিশেষ করে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ঘটনাও বেড়েছে। সাইবার বুলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতারণা, হ্যাকিং, ক্লোনিংসহ নতুন নতুন অপরাধের ঘটনা ঘটছে। অনেকে হয়রানি বা প্রতারণার মুখোমুখি হতে হচ্ছেন।

 

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সাড়া দিয়ে ১ লাখ ৯৪ হাজার টাকা হারালেন বেঙ্গালুরুর এক বৃদ্ধ। গত ৩০ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল পান ৬৮ বছরের ওই বৃদ্ধ। দেখা যায়, ফোনের ওপারে থাকা ব্যক্তি একটি থানায় বসে রয়েছেন। নিজেকে মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের অফিসার বলে পরিচয় দেন প্রতারক। তারপর তাকে জানান, তিনি ব্যবসায়ী নরেশ গোয়েলের অর্থ জালিয়াতির মামলার একজন অভিযুক্ত। এরপর প্রায় একসপ্তাহ ওই ব্যক্তিকে ডিজিটাল গ্রেপ্তার করে রাখেন অভিযুক্ত। তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ জেনে নিয়ে হাতিয়ে নেন ১ লাখ ৯৪ হাজার টাকা।

 

প্রাথমিক ভাবে বুঝতে না পারলেও পরে বিষয়টি ধরতে পারেন বৃদ্ধ। বুঝতে পারেন তাকে ঠকানো হয়েছে। দ্রুত বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন। তবে ওই বৃদ্ধ একাই নয় সম্প্রতি এই ধরনের সাইবার অপরাধের ঘটনা বারবার ঘটছে। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে একটি ভুয়া অ্যাপ ডাউনলোড করে ৪ কোটিরও বেশি টাকা হারিয়েছেন কেরলের এক ব্যক্তি।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তারপরই সিবিআইয়ের কর্মকর্তারা রীতিমতো অবাক হয়ে যান। জানা যায়, একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই ধরনের প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে নজর রাখছে সিবিআই।