চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। গতকাল বুধবার সন্ধ্যার পর আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিসপ্লেতে এ লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। শুরু হয় সমালোচনা।
আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল রহমান জানান, সন্ধ্যার দিকে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি ভেসে ওঠে। এলাকাবাসী আমাকে জানালে শাহপুর ক্যাম্প পুলিশকে জানানো হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি স্কুলে এসে সার্ভারটি বন্ধ করে দেন।
স্থানীয়রা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৬ সালে একটি কোম্পানি ওই সার্ভারটির সংযোগ দিয়েছিল। শফিকুর রহমান প্রধান শিক্ষক হিসেবে ২০২২ সালে স্কুলে যোগদান করেন। তিনি সার্ভারটি কোন কোম্পানির সেটি জানেন না। তৎক্ষণাৎ কোনো সার্ভার এক্সপার্ট না পাওয়ায় বৃহস্পতিবার সকালে সার্ভার এক্সপার্টের মাধ্যমে খুলে লেখাটি কীভাবে এলো তা পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল রহমান জানান, বিদ্যালয় সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।